আকাশ জুড়ে কাব্য নামুক

রঙ্গীন হোক লেখা ,

আমার কথা ভাবছে যে কেউ

খাচ্ছে কেউ মাথা।

রঙ্গীন পাখি, রঙ্গীন আকাশ ,

বিদায় চেয়েগেলো ,

বিদায় বেলায় স্বপন চোখে

রং লাগিয়ে গেলো।

অচিন পাখি সোনার খাঁচায় বন্দি নেইকো আর ,

নীল আকাশে , নীল বাতাসে ফুলের গন্ধ মেখে,

কোথায় যেন হারিয়ে গেলো , জঙ্গলেরই পার।

কবিতা আজ শুকিয়ে গেছে,

নেইকো চোখে জল,

কলম ছেড়ে আজকে যে তাই

switch ধরার ছল.